করোনাভাইরাস রুখতে ভ্যাকসিন নিয়েছেন ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ভ্যাকসিন নেওয়ার সেই ছবি শেয়ার করেছেন তিনি।
২০২০ সালে যে আতঙ্ক-ভয়ের মধ্যে দিয়ে সবাইকে দিন কাটাতে হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর সেই সবকিছুর অবসান হবে বলে মনে করেন উপাসনা। পাশাপাশি ভ্যাকসিন নিয়ে সারা দেশের মানুষ যাতে সুস্থ থাকেন, ‘জয় হিন্দ’ বলে সেই প্রার্থনাও করেন উপাসনা।
তিনি জানান, ভ্যাকসিন নেওয়ার পর তিনি নিজেকে নিরাপদ মনে করছেন।
উপাসনা বলেন, আমাদের সরকার খুব ভাল কাজ করছে। ভ্যাকসিন নেওয়ার পর আশ্বস্ত মনে হচ্ছে। ফলে কেউ যেন ভ্যাকসিন নিতে দেরি না করেন।’
রাম চরণ তেলেগু ছবির অন্যতম নায়ক চিরঞ্জীবি ও সুরেখার পুত্র। তার আরও দুই বোন রয়েছে। তিনি আল্লু রাম লিঙ্গাইয়া-এর নাতি (দৌহিত্র) ও নাগেন্দ্র বাবু, পবন কল্যাণ, এবংআল্লু আরবিন্দ-এর ভ্রাতষ্পুত্র (ভাগ্নে)। আল্লু আর্জুন, বরুণ তেজ এবং সাঁই ধারাম তেজ-এর চাচাতো ভাই। চরণ বিয়ে করেন উপাসনা কামিনেনি, ১লা ডিসেম্বর ২০১১ সালে হায়দ্রাবাদে তিনি অ্যাপোলো চেরিটি’র ভাইস-চেয়ারম্যান ও বি পজিটিভ ম্যাগাজিনের প্রধান সম্পাদক ছিলেন।
উপাসনা প্রতাপ সি রেড্ডীর নাতনী হন, যিনি কিনা অ্যাপোলো হাসপাতাল-এর নির্বাহী (এক্সিকিউটিভ) চেয়ারম্যান। তারা বিবাহ করেন
২০১২ সালের ১৪ জুনে টেম্পল ট্রিজ হাউসে।