‘ভেদিয়া’ ছবিতে কৃতি শ্যাননের লুক প্রকাশ করা হয়েছে। ছোট ছোট চুলে কৃতি একেবারেই অচেনারূপে হাজির হয়েছেন।
আজ ছবিতে নিজের লুক প্রকাশ করে কৃতি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ডা. আনিকার সাথে পরিচিত হন। ভেদিয়ার (নেকড়ে) চিকিৎসক। মানুষও ডা. আনিকার স্মরণাপন্ন হতে পারেন তবে ঝুঁকিটা নিজেদের নিতে হবে’।
‘ভেদিয়া’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বরুণ ধাওয়ান। গতকাল তার লুক প্রকাশ করা হয়েছিল। আগামীকাল ছবিটির ট্রেলার প্রকাশ করা হবে।
আগামী ২৫ নভেম্বর হরর কমেডি ‘ভেদিয়া’ ছবিটি মুক্তি পাবে। দিনেশ বিজেন প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক।