English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

ভালোবাসার কারণে অভিনয় ছেড়েছিলাম: নয়নতারা

- Advertisements -

নাসিম রুমি: ভারতের দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের থেকে আড়ালে রাখতেই ভালোবাসেন তিনি। এমনকি খুব বেশি সাক্ষাৎকারেও দেখা যায় না অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘নয়নতারা-বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্য-চলচ্চিত্র নিয়ে কথা বলার সময়ে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

আর সেখানেই তার সম্পর্কে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনকে নিয়ে কথা বলেছেন। নিজের এক প্রেমিকের পরামর্শে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন সময়ে অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি, একথাও জানিয়েছেন।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী তার প্রাক্তন প্রেমিকের নাম না করেই বলেন, ‘ওই ব্যক্তিই আমাকে সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন। এমন নয় যে আমার কাছে অন্য কোনও বিকল্প ছিল। তবে তিনি আমাকে সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন আর আমি ভালোবাসার কারণে রাজি হয়ে গিয়েছিলাম।’

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০-১৩ সাল পর্যন্ত প্রভু দেবার সঙ্গে নয়নতারার সম্পর্ক ছিল। প্রভু দেবা প্রকাশ্যে তার স্ত্রী লতাকে ছেড়ে নয়নতারাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

তবে নীরবতা বজায় রেখেছেন অভিনেত্রী। সেসময় নয়নতারা ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও ২০১১ সালে প্রায় দু’বছরের জন্য ছবির জগৎ থেকে দুরে সরে যান। পরে ২০১৩ সালে নয়নতারা আবারও ফিরে আসেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন