ভালোবাসা দিবসে জোভান- কেয়া পায়েল অভিনীত ‘হৃদয়ের টান’। মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী প্রমুখ। প্রচার হবে ১৪ ফেব্রয়ারি রাত ১০.০০টায় বৈশাখী টিভিতে।
প্রেম-ভালোবাসা নিয়েই আবর্তিত হয়েছে নাটকের কাহিনী। গল্পে দেখা যায়- জমকালো বিয়ের আয়োজন চলছে একটি রিসোর্টে।
বর-কনে পরিবারের সবাই এসে উঠেছে সে রিসোর্টে। বরের বেস্ট ফ্রেন্ড আবির। বেস্ট ফ্রেন্ডের বিয়েতে এসে হাজির হয় আবির। কনেকে দেখেই চমকে ওঠে সে।
ঘটতে থাকে একের পর এক ঘটনা। সকলের সামনে বেরিয়ে আসে অজানা অনেক কাহিনী।