English

29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
- Advertisement -

ভালো কাজের অপেক্ষা করছি: মিম

- Advertisements -

নাসিম রুমি: ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। একই বছরে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এমনকি ২০১৪ সালে ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় তার অভিনীত ‘পরান’। এতে অনন্যা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন মিম। ২০২৩ সালে সবশেষ ‘অন্তর্জাল’ ছবিতে দেখা মেলে তার। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এ বিষয়ে মিম বললেন, আমি ইচ্ছা করলেই ‘পরান’র পর ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু সেগুলো ততটা ভালো মানের হতো না। ও রকম কাজ আমি করবোও না।

ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে তখন সবাই জানবেন। এ সময় তিনি বলেন, আমি অনেক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছি। এখন সেসব ব্র্যান্ডেরই কাজ করছি। তাদের বিজ্ঞাপনের শুটিং, ফটোশুটসহ নানা কাজ করতে হচ্ছে।

সিনেমা না করলেও ব্র্যান্ডের কাজ নিয়ে প্রতিদিনই ব্যস্ততার মধ্যদিয়েই যাচ্ছে। নায়ক-নায়িকাদের শো-রুম উদ্বোধনে ও প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ের বিষয়টি মিম কীভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন, হলিউড-বলিউডের স্টাররাও কিন্তু এই ব্র্যান্ডিংয়ের কাজ করেন। তারাও শো-রুম উদ্বোধন করতে যান। এটা আমাদের কাজেরই অংশ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন