কলকাতার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বেশিই হচ্ছে। স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী ও সন্তান ইউভানকে নিয়ে কেমন সংসার জমিয়েছেন তা নিয়েই যত চর্চা হয়।
এ নিয়ে টালিউডপাড়ায় যখন চলছে জোর আলোচনা, তখন জানা গেলো সত্যিই ভাতের হোটেল খুলছেন শুভশ্রী। তবে সেটি বাস্তবে নয়; অভিনয়জগত কেন্দ্রিক। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামে একটি একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন শুভশ্রী।
ওয়েব সিরিজ পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজের ইন্দুবালা তথা গল্পের প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।
আজ-কালের মধ্যে শুরু হবে শুটিং। জানা গেছে, সিরিজের বেশির ভাগ শুটিং হবে কলকাতায়। কিছুটা অংশ হবে বাংলাদেশে।
পরিচালক দেবালয় জানান, সিরিজে ইন্দুবালার ১৬-৭৫ বছর বয়স দেখানো হবে। পর্দায় দুই সন্তানের বিধবা মা। বাংলাদেশের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়। একটা সময় সংসার চালাকে ভাতের হোটেল খুলবেন শুভশ্রী। সেখানে নিজ হাতেই রান্না করবেন।
নিজের এই ভাতের হোটেল খোলার বিষয়ে শুভশ্রী বলেন, কথায়, ‘দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। সেখানে আমি রাঁধব, বাড়ব, সবাইকে ভাত খাওয়া। নিজের হাতেই হোটেলের সব কাজ করব। সব যাতে নিখুঁত দেখায়, তার অভ্যাস চলছে। বাড়িতে কোমর বেঁধে রান্না শুরু করেছি।’