English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ভক্তদের ‘চোখ কপালে’ তুলে দিলেন জয়া

- Advertisements -

জয়া আহসান মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধতা কিংবা মন্তব্যের ঝড়। বয়সকে শুধু একটি সংখ্যা বানিয়ে যেভাবে কাগজের উড়োজাহাজ বানিয়ে দিচ্ছেন তাতে করে জয়াকে নিয়ে নেটিজেনরা হইচই করবেন- এটাই যেন স্বাভাবিক।

দুই বাংলার চলচ্চিত্রে যেমন জনপ্রিয়, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় জয়া। আর অনুসারীরা অপেক্ষায় থাকেন জয়া কখন কি পোস্ট করছেন।জয়াও তার নিত্য হালনাগাদ বিষয় উপস্থাপন করে যান। বৃহস্পতিবার জয়া আহসান নতুন একটি ফটোশুটের বেশকিছু ছবি পোস্ট করেছেন। যেখানে জয়ার অনুসারীরা হুমড়ি খেয়ে পড়েছেন মন্তব্য করতে।

একজন মন্তব্য করেছেন, ‘কিভাবে তারুণ্য ধরে রাখেন, আপনার এই ছবি তো আমার চোখ কপালে তুলে দিল। ’  আরেকজন লিখেছেন, ‘আপনার এই সৌন্দর্যের তুলনা হয় না। দেখলেই মনে হয় আপনি তরুণ। ’

কমলা রঙের শীতের হাল ফ্যাশনে জয়া অনেকটাই ধরা দিয়েছেন বোল্ড লুকে। বতার এই লুকে অনেকের চক্ষুই চড়কগাছ, অন্তত মন্তব্য বাক্স দেখে অনুমান করা যায় এটাই। যথারীতি জয়ার বয়স নিয়ে ফের প্রশ্ন উঠেছে। অবশ্য অভিনেত্রী এসব মন্তব্যে নির্বিকার।

এ প্রসঙ্গে কিছুদিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেছিলেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন। ’

কিছুদিন আগে জয়ার একটি পোশাকের ছবি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জয়া আহসান বলেন, ‘মুখোমুখি বলতে অনেক সাহস লাগে। সবার এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই। তাদের বলতে চাই, যদি সাহস থাকে তো এসব আমার সামনে এসে বলুন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন বিষিয়ে তুলছেন? আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। কারণ আপনি নিজেকে লুকিয়ে আমার সম্পর্কে মন্তব্য করছেন। ’

এদিকে আগামী জানুয়ারিতে জয়া আহসান অভিনীত নতুন একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।  বছর ছয়েক আগে তিনি অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’-এ। সিনেমার শুটিং শেষ হলেও নানা কারণে ছবিটি মুক্তি পায়নি।

এখন সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে চলেছে ছবিটি। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন