জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘ময়না’র সম্পূর্ণ শুটিং শেষ করে এবার নতুন সিনেমায় হাত দিলেন আফফান মিতুল। সিনেমার নাম ‘ব্যাচেলর ইন ট্রিপ’। আম্মাজান ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মামুনুর ইসলাম এবং পরিচালনা করছেন নাসিম সাহনিক। চলতি বছরের জানুয়ারির ৭ তারিখ থেকে এই সিনেমার শুটিংয়ে অংশ নিলেন আফফান মিতুল।
প্রথমবার সিনেমায় নিজ নামে ‘মিতুল’ চরিত্রেই অভিনয় করছেন তিনি, অনেকটা প্লে-বয় টাইপের চরিত্রে। তবে, মিতুলের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি, পরবর্তী লটে জানা যাবে নায়িকার নাম। এই সিনেমায় আরো অভিনয় করছেন শিরিন শিলা, কায়েস আরজু, সূবর্ণা সাঈদ, শিশির আহমেদ, কচি খন্দকার. মুকিত জাকারিয়া সহ আরো অনেকেই। ‘নিশ্চুপ ভালোবাসা’ সিনেমাটির মাধ্যমে নায়ক হিসেবে আফফান মিতুলের অভিষেক হয় ঢাকাই সিনেমায়, এতে তার বিপরীতে অভিনয় করেছেন জাকির হোসেন রাজুর ‘জি হুজুর’ সিনেমার নায়িকা সারা জেরিন।
মুক্তির মিছিলে রয়েছে আফফান মিতুলের এক ডজন চলচ্চিত্র। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে মিতুলের ‘আদম’ সিনেমাটি। এদিকে, আফফান মিতুল সম্প্রতি ওয়েব দুনিয়ায় পা রেখেছেন। টফি অ্যাপসের ওয়েব সিরিজ ‘হারাধনের দশটি ছেলে’ এবং দীপ্ত প্লে অ্যাপসের ওয়েব ফিল্ম ‘অপলাপ’ অভিনয় করেছেন তিনি, খুব শিগগিরই তা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম দুইটিতে।
আফফান মিতুল এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ৬টি চলচ্চিত্রে, মার্চে শুরু হবে মিতুলের নতুন সিনেমা ‘বেহুলা’র শুটিং। এখন পর্যন্ত সিনেমাহলে মুক্তি পেয়েছে আফফান মিতুলের ৪টি চলচ্চিত্র- হরিজন, নেকাব্বরের মহাপ্রয়াণ, পাগলের মতো ভালোবাসি এবং গন্তব্য।