নাসিম রুমি: বলিউড বাদশা শাহরুখ খানের বাংলো মান্নাতে নিমন্ত্রণ পেয়েছিলেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। তাদের সেই সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহরুখ। ছবিতে শাহরুখের পরনে নেভি ব্লু টিশার্ট এবং জিন্স দেখা যায়। অন্যদিকে বেকহ্যামের পরনে ছিল অলিভ টিশার্ট এবং নীল স্ট্রাইপ ব্লেজার।
এই ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন: ‘এই আইকনের সঙ্গে গতকাল রাতে। কী ভীষণ ভালো মানুষ। দীর্ঘদিন ধরেই ওর একজন গুণমুগ্ধ ছিলাম। কিন্তু ওর সঙ্গে দেখা হওয়ার পর শিশুদের সঙ্গে তিনি কীভাবে মেশেন সেটা দেখে বুঝলাম উনি কতটা ভদ্র এবং নম্র স্বভাবের।’
শাহরুখ তার ওই পোস্টে আরও লেখেন, ‘তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা। খুব খুশি হলাম আলাপ করে। এবার একটু ঘুমিয়ে নিও।’
এদিকে শাহরুখের এই পোস্টে অনেকেই রিঅ্যাক্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘দুই লেজেন্ড একসঙ্গে। পৃথিবীর অন্যতম দুই হ্যান্ডসাম পুরুষ।’ কেউ আবার লেখেন, ‘দুজনেরই বড় ফ্যান। ভীষণ ভালো লাগল আপনাদের একসঙ্গে দেখে।’
উল্লেখ্য, ইউনিসেফের দূত হয়ে ভারতে এসেছিলেন বেকহ্যাম। বুধবার (১৫ নভেম্বর) ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে উপস্থিত ছিলেন তিনি।