English

25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বুর্জ খলিফায় ভেসে উঠল শাহরুখের ‘পাঠান’

- Advertisements -

চার বছর পর দাপটের সঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবির ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে। এই ছবির ট্রেলার আর গান নেট-দুনিয়ার উত্তাপ বাড়িয়ে দিয়েছে। ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের ‘ব্যতিক্রম’ উপস্থিতি সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।

ভারত ছাড়িয়ে দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফায় ভেসে উঠল বলিউড বাদশাহর পাঠান। বিশ্বের আকাশচুম্বী ভবনটিতে পাঠানের টিজার প্রকাশ করা করা হয়।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় বুর্জ খলিফায় পাঠানের ট্রেলার প্রকাশ করা হয়। এটা দেখতে হাজারো ভক্ত ভিড় করেন।

আন্তর্জাতিক লিগ  টি-টোয়েন্টির জন্য কিং খান এখন দুবাইতে আছেন। তার উপস্থিতিতে বুর্জ খলিফায় ‘পাঠান’ ছবির ট্রেলার দেখানো হলো।

বার্তা সংস্থা এএনআইয়ের  প্রতিবেদন অনুসারে, এই নিয়ে ৬ষ্ঠ বারের মতো বুর্জ খলিফায় হাজির হলেন শাহরুখ। ২০২১ সালে অভিনেতার ৫৬তম জন্মদিনে তাকে সম্মানিত করেছিল বুর্জ খলিফা। ২০২২ সালেও জন্মদিনে সম্মান জানাতে অভিনেতার নাম দিয়ে আলোকিত হয়েছিল বুর্জ খলিফা।

ওই সময় একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘বলিউডের মহান তারকা শাহরুখ খানের জন্মদিন উদযাপনে বুর্জ খলিফা আলোকিত! আসুন তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।’

১০ জানুয়ারি নেট-দুনিয়ায় ‘পাঠান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। সিনেমাটি ২৫ জানুয়ারি মুক্তি পাবে।

অ্যাকশন, থ্রিলারধর্মী ‘পাঠান’ ছবির ট্রেলারেই শাহরুখ, দীপিকা আর জন আব্রাহামকে অ্যাকশন করতে দেখা গেছে। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, শাহরুখ আর দীপিকা বড় পর্দায় হাড় হিম করা অ্যাকশন করার জন্য মাসের পর মাস কঠোর পরিশ্রম করেছেন। দর্শকদের বিনোদন দিতে তারা বেশ কয়েক মাস ধরে মার্শাল আর্ট ‘জুজুৎসু’ শিখেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন