নাসিম রুমি: গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় ‘পিনিক’ ছবির। শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। তখনই জানানো হয়, ছবিতে বুবলীর চরিত্র সম্পর্কে ধারণা দিতে তাঁরও একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবে। যত দিনে বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে, তত দিনে নতুন বছর চলে এসেছে। এর মধ্যে ছবিটির শেষ কিস্তির শুটিং শুরু হওয়ার কথাও। শনিবার সন্ধ্যায় পিনিক ছবিতে বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দী।
‘পিনিক’ ছবিতে শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানান, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা–প্রতিশোধের গল্প।’
কক্সবাজার শহর ও রামুতে নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং শুরু হয়। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে বুবলীর সহশিল্পী আদর আজাদ। এর আগে তাঁরা দুজন ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি ছবির শুটিং করেছেন। বুবলী অভিনীত সর্বশেষ ছবি ‘রিভেঞ্জ’। এই ছবি সেভাবে আলোচনায় না এলেও তাঁর আগে মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের জন্য প্রশংসিত হন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ছবি নির্বাচনের ক্ষেত্রেও তিনি এখন অনেক সতর্ক, বেছে বেছে কাজ করছেন। মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন তিনি। সে ধারাবাহিকতায় ‘পিনিক’ ছবির গল্পে চুক্তিবদ্ধ হন। এর আগে তিনি শেষ করেছেন ‘জংলী’ নামের একটি ছবির, যা নিয়েও তিনি বেশ আশাবাদী।
পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর সংবাদপাঠিকা। শেষে থিতু হয়েছেন চলচ্চিত্রে। ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু, এরই মধ্যে পার করেছেন আট বছর। এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। কোনোটিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। ‘পিনিক’ দিয়ে এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় আসছেন তিনি।