চোখের সামনে সম্পর্ক ভাঙতে দেখেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। দেখেছেন বাবা কমল হাসান আর মা সারিকার সুখী দাম্পত্য সম্পর্ক ভেঙে খান খান হয়ে যেতে। তাই হয়তোবা বিয়ের নাম শুনলেই নার্ভাস হয়ে পড়েন এই দক্ষিণি অভিনেত্রী।
ভিজ্যুয়াল শিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে গভীর প্রেম শ্রুতির। নিজেদের সম্পর্কের ব্যাপারে বেশ খোলামেলা তাঁরা। তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে শান্তনুর সঙ্গে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় শ্রুতিকে। উত্তরে তিনি বলেন, ‘বিয়ের প্রসঙ্গ উঠতেই আমি নার্ভাস হয়ে পড়ি। তাই এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাই না।’
শ্রুতির বেড়ে ওঠার সময় কমল হাসান আর সারিকা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। তবে শ্রুতি এ বিচ্ছেদের জন্য কোনোভাবেই তাঁর মা–বাবাকে দায়ী করেন না। শ্রুতি বলছেন, ‘আমি জানি বিয়েকে ঘিরে মা–বাবার ইতিবাচক চিন্তা ছিল। তাঁরা যখন একে অপরের সঙ্গে ছিলেন, তখন তাঁদের দাম্পত্য বন্ধন অটুট ছিল। আমি এভাবেই তাঁদের সম্পর্ক মূল্যায়ন করতে চাই।’
বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘কোনো জিনিস কাজ করতে পারে, আবার না-ও করতে পারে। আমি সব সময় তার থেকে ভালো দিকটা বেছে নিতে চাই। মা–বাবা অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছিলেন। তাঁদের বিবাহিত জীবন সফল হয়নি মানে এই নয় যে আমার মন থেকেও বিয়ের ইচ্ছা মুছে গেছে। তাঁরা যখন একসঙ্গে ছিলেন, তখন জুটি হিসেবে দারুণ ছিলেন। তাঁদের সম্পর্কের এই দিকটাই মনে রেখেছি।’