English

18 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

বিশ্বজয়ী হাফেজ মুয়াজ ‘দেশের রত্ন’: মিশা সওদাগর

- Advertisements -

নাসিম রুমি: তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুয়াজের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

হাফেজ মুয়াজের বিশ্বজয়ে দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশের বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ প্রাণ মানুষ। এ তালিকায় রয়েছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরও।

শুক্রবার (১ নভেম্বর) মিশা সওদাগর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে হাফেজ মুয়াজ মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারীমের বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে স্বাগত ও রাশি রাশি ফুলের শুভেচ্ছা। যারা কুরআন বুকে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের নামকে উচ্চতায় পৌঁছিয়েছেন, তারা এই দেশের রত্ন। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান।

মুয়াজ ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের ছাত্র। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশি কোনো হাফেজ এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

এর আগে, গত ২১ আগস্ট মুয়াজ পবিত্র মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন