English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
- Advertisement -

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে থাকছেন না ডুয়া লিপা!

- Advertisements -

ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আগামীকাল (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জমকালো সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্বকাপের এ সমাপ্তি অনুষ্ঠানে গ্রামীজয়ী শিল্পী ডুয়া লিপা পারফর্ম করার কথা শোনা যাচ্ছিল। লিপার ‘হুডিনি’ গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে। তাই শিল্পীর ভারতীয় দর্শকরা অপেক্ষা করেছিলেন তার অনুষ্ঠান উপভোগ করার জন্য।

কিন্তু কিছুটা হতাশ হতে হচ্ছে ডুয়া লিপাকে দেখার আগ্রহীদের। কারণ বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানের যে বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই, তাতে ডুয়া লিপার নাম নেই। তাই তিনি আদৌ থাকছেন কি না এ দিনের জমকালো অনুষ্ঠানে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে।

যার চোখের ইশারায় ঘায়েল গোটা বিশ্ব, তিনি ডুয়া লিপা। ‘নিউ রুল’, ‘ওয়ান কিস’, ‘লেভিটেটিং’, ‘ফিজ়িক্যাল’-এর মতো চার্ট বার্স্টার হিট গান গেয়েছেন এ শিল্পী। ভারতীয় ক্রিকেট তারকা শুভমান গিলের অন্যতম পছন্দের শিল্পী তিনি। দিন কয়েক আগে গায়িকা টুইট করে উস্কে দিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে তার গাইতে আসার জল্পনা।

তবে শনিবার বিসিসিআইয়ের তরফ থেকে শিল্পীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছেন, প্রীতম চক্রবর্তী, জোনিতা গান্ধী, আদিত্য গার্ডভি, নকশ আজিজ, তুষার জোশীর মতো শিল্পীরা। শোনা যাচ্ছে, বিশ্বকাপের ফাইনালে নাকি উপস্থিত থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গানের অনুষ্ঠান ছাড়াও এ দিন দেখা যাবে ভারতীয় বিমান সেনার ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম’-এর এয়ার শো। থাকবে লেজার আলোর শো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন