ঠিক যেন রোমান্টিক কোনো সিনেমার দৃশ্য। ট্রলিব্যাগ হাতে বিমানবন্দরে মনের মানুষ। আর তাকে দেখতে পেয়ে আবেগে বুঁদ তরুণীর দৌড়। কাছাকাছি যাওয়া মাত্রই একে অপরকে জড়িয়ে ধরলেন। এভাবেই বুকে আগলে কখন যে বেশ কয়েক মিনিট কেটে গেল, তা বোধহয় বুঝতেই পারেননি দু’জনের কেউ। ততক্ষণে আশেপাশের লোকজন অবশ্য বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। কিন্তু তাতে কী! প্রেম কী আর এসব শোনে? বলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রনাট্যকার সুমিত অরোরার ঠিক এমনই এক প্রেমঘন মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সুমিত অরোরাকে বুকে জড়িয়ে ধরা ওই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘প্রত্যেকবার বিমানবন্দরে জড়িয়ে ধরার মুহূর্তরা দীর্ঘ! দীর্ঘতম– আমরা যদি একে অপরের থেকে দূরে থাকি। দূরে দূরে থাকা খুবই কঠিন। কিন্তু যদি তুমি সঠিক মানুষ নির্বাচন কর– প্রতিবারের মূল্য যেন ৬ বছর। আমরা একসঙ্গে থাকি আর না থাকি। সব সমান। একে অপরকে দেখলে উত্তেজনা থাকে একইরকম।