English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

বিবাহবার্ষিকীতে জঙ্গলে ক্যাটরিনা-ভিকি!

- Advertisements -

নাসিম রুমি: বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে। ২০২১ সালের আজকের এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকী তারা পালন করলেন রাজস্থানে, কাটাচ্ছেন একান্ত সময়।

১০ ডিসেম্বর বিবাহবার্ষিকী উপলক্ষে যে সব ছবি ক্যামেরাবন্দী করেছিলেন সেগুলোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্যাটরিনা। জঙ্গল সাফারি থেকে শুরু করে ওয়াইনের গ্লাসের ছবি, প্রত্যেকটি মুহূর্তের ছবি ইতিমধ্যে সোশ্যালে ভাইরাল।

ক্যাটরিনার পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায়, তিনি একটি হলুদ পোশাক পরে বসে রয়েছেন। সম্ভবত ব্রেকফাস্ট করার জন্যই তিনি অপেক্ষা করছিলেন। দ্বিতীয় ছবিতে আঁকাবাঁকা পথ ধরে বহু দূরে চলে যেতে দেখা যায় অভিনেত্রীকে। অভিনেত্রীর পরনে ছিল সাদা শার্ট, কালো প্যান্ট এবং সোয়েটার। তৃতীয় ছবিতে বেশ মিষ্টি একটি বাঘের ছবি দেখতে পাওয়া যায়, আর চতুর্থ ছবিতে দেখতে পাওয়া যায় একটি হরিণের ছবি।

চতুর্থ ছবিতে সাফারি গাড়ির একটি অনবদ্য ছবি তুলতে দেখা যায়। সূর্যাস্তের সময় তোলা এই ছবিটি এক কথায় অপূর্ব। পঞ্চম ছবিতে রাজস্থানের চিরাচরিত আঙ্গিকে সাজানো একটি খাবার টেবিলের ছবি পোস্ট করা হয় যেখানে দুটি লন্ঠনও জ্বলতে দেখা যায়।

১০ ডিসেম্বর তৃতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে বিদেশে না গিয়ে, ভারতের রাজস্থানের ঠিক এভাবেই একে অপরের সঙ্গে একান্ত সময় কাটালেন ভিকি এবং ক্যাটরিনা।

ক্যাটরিনা আপাতত কোনও সিনেমায় অভিনয় না করলেও ভিকির হাতে এখন রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। একদিকে তিনি যেমন ছত্রপতি শিবাজীর ভূমিকা অভিনয় করবেন ‘ছাভা’ সিনেমায়, তেমনি অন্যদিকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন