নাসিম রুমি: ঠান্ডা মাথার অভিনেতাদের মধ্যে একজন বলিউড বাদশা শাহরুখ খান। ভক্তদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, আলাপচারিতার সময় একেবারেই নমনীয় ব্যবহার করেন তিনি। তাই বলে অতিরিক্ত আচরনে ছেড়ে দেওয়ার পাত্রও নন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম, কিং খানের সম্পর্কে বলতে গিয়ে জানান, তারকাদের নিয়ে সব সময়ই ভক্তদের মধ্যে উন্মাদনা থাকে। অনেক সময়ই সেই উন্মাদনা অতিরিক্ত হয়ে যায়। আমার মতে তারকারাও রক্ত মাংসের মানুষ।
তাদেরও একটা কমফোর্ট জোন রয়েছে। ইউসুফ বলেন, একবার বিমানবন্দরে শাহরুখের সঙ্গে সেলফি তোলার জন্য সম্প্রতি এক ভক্ত শাহরুখের গায়ে ঝাঁপিয়ে পড়েন। অভিনেতা খুবই বিরক্ত হয়েছিলেন। খুব রেগে গিয়ে জোর ধমক দিয়ে বসেন এবং ধাক্কাও দেন। সাধারণত এই রূপে শাহরুখকে আগে কখনও দেখা যায়নি। অনুরাগীদের বোঝা উচিত, সব কিছুর একটা সীমা রয়েছে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীত ভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কি না। এইটুকু ভদ্রতা তো তারকারাও আশা করেন।