ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বুধবার বাগদান সেরেছেন তার দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সাথে। গতকাল ১০ নভেম্বর ছিল তার জন্মদিন। জন্মদিনেই ভালোবাসার মানুষের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছেন মিম। এদিকে চলতি বছরই বাগদান সেরেছেন মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন। বাগদানের পর সহশিল্পীরা মিমকে শুভকামনা জানাচ্ছেন। ফারিয়াও মিমকে শুভকামনা জানিয়েছেন। ফেসবুকে ফারিয়া লিখেছেন,
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় আমার ব্যাচমেট মিমকে (বিদ্যা সিনহা মিম) অভিনন্দন। আমরা একই বছরে লাক্স চ্যানেল প্রতিযোগিতা থেকে বের হয়েছি। একই বছর আমাদের বাগদান হয়েছে দেখে ভালো লাগছে। সবচেয়ে মজার ব্যাপার আমার ৯ নভেম্বর জন্মদিন, আর ওর জন্মদিন ১০ নভেম্বর। আমরা দুইজনেই বৃশ্চিক রাশি।
অনেক অনেক দোয়া থাকলো মিমের জন্য। আগে অনেক ঝগড়া করেছি ছোটবেলায়। এখন আর এসব মনেও নাই। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো…।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন