English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

বিটিভির “দোলনচাপা” সঙ্গীতানুষ্ঠানে আরমিন জামান

- Advertisements -

সালাম মাহমুদ: বিটিভিতে হিজল তমাল, শেকড়ের গান, দোলনচাঁপা, সঙ্গীতা, সুরের খেয়া, সুরসপ্তক প্রভৃতি অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের সঙ্গীতে আলোড়ন সৃষ্টি করেন তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আরমিন জামান নিশু। তার প্রথম মৌলিক গান মকসুদ জামিল মিন্টুর সুরে, গীতিকার-জাহাঙ্গীর রানার কথায় ‘আজ সারাটা বিকেল’ শ্রোতাদের হৃদয় ছুয়ে যায়।সঙ্গীত সব বয়সের মানুষের হৃদয় দোলা দেয়। সঙ্গীতাঙ্গনের আলোকিত নাম আরমিন জামান। শিশুকাল থেকে সংগীতের হাতিখড়ি। সময়ের ব্যবধানে তিনি এখন জনপ্রিয় গানের পাখি হিসাবে পরিচিতি পেয়েছেন দেশে-বিদেশে।

আরমিন জামান ২০০২ সালের ২ মে জন্মগ্রহণ করেন। পাঁচ বছর থেকে সংগীতচর্চা শুরু করেন সঙ্গীত শিক্ষক রফিকুল ইসলাম ও মীর বাকীর তত্বাবধানে। অতঃপর বরিশাল শিল্পকলা একাডেমিতে দীর্ঘ সময়ের সঙ্গীত সাধনা। ২০১১ সালে চ্যানেল আইয়ের ক্ষুদে গান রাজে অংশগ্রহণ করে সঙ্গীত জগতে নজর কারেন। এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে ত্রিশালের গ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে স্নাতকে অধ্যায়নরত রয়েছেন।

বাংলাদেশ বেতারে নজরুল ও আধুনিক গানে তালিকাভুক্ত হন ২০২২ সালে। ২০২৪ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন নজরুল, আধুনিক ও লোকগানে। জেলা ও বিভাগীয় পর্যায়ে সঙ্গীতে নানা অর্জন রয়েছে তার। জাতীয় পর্যায়েও তিনি পুরস্কৃত হয়েছেন। শিল্পী আরমিন জামান বলেন, আমার নজরুল সংগীতের প্রতি আলাদা একটা অনুপ্রেরণা কাজ করে। পড়াশোনার পাশাপাশি শুদ্ধ সংগীত চর্চা এবং অপ্রচলিত গানগুলোর অনুসন্ধান করে সেগুলোকে দর্শকের সামনে নিয়ে আসা আর শ্রুতিমধুর করে উপস্থাপন করতে চাই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন