চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এ সময়ের আলোচিত তারকা শিল্পী জায়েদ খান ও নিপুনকে এবার দেখা যাবে বিটিভি’র জনপ্রিয় সেলিব্রেটি শো চায়ের আড্ডায়।
বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও নুসরাত জান্নাত রুহীর উপস্থাপনায় অনুষ্ঠানটির দুইটি পর্বে অংশ নেন এই দুই তারকা।
খোলামেলা ও প্রাণবন্ত কথোপকথনে তারা জানান তাদের অভিনয় ও ব্যক্তি জীবনের নানা অজানা কথা।
আড্ডা আর খেলার ছলে জায়েদ ও নিপুন দুজনেই দর্শকের সামনে আসেন নতুন পরিচয়ে। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন শাহজালাল সরদার শিমুল।
চায়ের আড্ডা অনুষ্ঠানে জায়েদ খানের পর্বটি প্রচার হবে আগামী ৩০ এপ্রিল এবং নিপুনের পর্ব টি প্রচার হবে ৭ মে রাত ১১ টায়।
উল্লেখ্য, জায়েদ- নিপুন একসঙ্গে অভিনয় ও নানা সেবামূলক কাজে যুক্ত থাকলেও শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে তাদের মাঝে তৈরি হয় দূরত্ব।