English

20 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

বিজয়কে লাথি মারার বিনিময়ে ১ হাজার ১ রুপি পুরস্কার ঘোষণা!

- Advertisements -

কয়েক দিন আগে মধ‌্য রাতে বেঙ্গালুরু বিমানবন্দরে আক্রমণের শিকার হন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় সেতুপাতি। তুচ্ছ ঘটনা বলে বিষয়টি এড়িয়ে যান এই অভিনেতা। এবার বিজয়কে লাথি মারার বিনিময়ে ১ হাজার ১ রুপি পুরস্কার ঘোষণা করলেন ইন্দু মাক্কাল কাচি সংগঠনের কর্ণধার অর্জুন সামপাথ।
সংগঠনটির অফিশিয়াল পেজে একটি টুইট করেন অর্জুন। এতে তিনি লিখেন—‘বিজয় সেতুপাতিকে লাথি মারার জন‌্য ১০০১ রুপি পুরস্কার ঘোষণা করা হলো। কারণ তিনি থেবার আয়াকে অপমান করেছেন। এক লাথি ১ হাজার ১ রুপি। যতক্ষণ না তিনি ক্ষমা চাইছেন, তার মধ‌্যে যে কেউ তাকে লাথি মারতে পারেন।’
এ বিষয়ে ভারতী একটি সংবাদমাধ‌্যমে অর্জুন সামপাথ বলেন, ‘হ্যাঁ আমি এই ঘোষণা করেছি। এর কারণ হলো—তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামী দেইভাথিরু পসুম্পন মুথুরামালিঙ্গা থেভর আইয়া এবং আমাদের দেশকে অপমান করেছেন।’
বেঙ্গালুরু বিমানবন্দরে যে ব্যক্তি বিজয়কে লাথি মারতে গিয়েছিল, তার নাম মহা গাধী। অর্জুন ওই ব‌্যক্তির সঙ্গে কথা বলেছেন। তা উল্লেখ করে অর্জুন বলেন, ‘আমি গাধীর সঙ্গে সরাসরি কথা বলেছি। তার কাছ থেকে জানতে পারি যে, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য বিজয়কে অভিনন্দন জানাতে গিয়েছিলেন মহা গাধী। সেই কথোপকথনে স্বাধীনতা সংগ্রামী মুথুরামালিঙ্গা এবং ভারতবর্ষকে নিয়ে ঠাট্টা মশকরা করেন বিজয়। তিনি কেবল যীশু খ্রীষ্টকেই স্রষ্টা বলে মানেন তিনি।’

বর্তমানে বিজয় সেতুপাতির হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। পাশাপাশি খুব শিগগির ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে তাকে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন