আপাতত তিনজনই বিবাহিত, কিন্তু সংসার ভেঙে গেল জোর।
বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে সোফি টার্নার ও জো জোনাস যৌথ বিবৃতিতে বলেন, ‘চার বছর সুখে সংসার করার পর আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এই বিয়েটা ভেঙে ফেলার। কেন এই বিয়ে ভাঙছে সেই নিয়ে নানা রটনা রটছে। তবে সত্যি বলতে এটা দুজনের যৌথ সিদ্ধান্ত এবং আমরা আশা করছি সকলে আমাদের গোপনীয়তাকে সম্মান জানাবে।’
২০১৬ সাল থেকে সম্পর্কে ছিলেন জো এবং অভিনেত্রী সোফি টার্নার।
পরের বছরই বাগদান সম্পন্ন করেন দুজন। নিক-প্রিয়াঙ্কার বিয়ের ছয় মাসের মাথায় লাস ভেগাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জো এবং সোফি। ২০১৯ সালে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে ফ্রান্সে দ্বিতীয়বার বিয়ের পর্ব সম্পন্ন করেন এই জুটি। তবে চার বছরেই ভেঙে গেল তাদের দাম্পত্য। তাদের দুই সন্তান রয়েছে উইলা ও ডিজে। তিন বছর এবং এক বছরের দুই মেয়েকে নাকি মাস কয়েক ধরে একাই সামলাচ্ছেন জো! কেন ভাঙল এই বিয়ে তা নিয়েও নানা জল্পনা চলছে। যদিও সঠিক কারণ এখনো প্রকাশ হয়নি।