নাসিমরুমি: ছয় বছর প্রেম করার পর রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতালিতে সাতপাকে বাঁধা পড়েন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি বলা হয়ে থাকে এই জুটিকে।
সম্প্রতি কিছুদিন ধরে গুঞ্জনই শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদ হতে চলেছে। গুঞ্জনের শুরুটা হয় রণবীরের সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুটের বিষয়টা। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো করে পোজ দেন তিনি।
আর সেসব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তারপর থেকেই মূলত বিচ্ছেদের গুঞ্জন আরও মাথাচাড়া দেয়। তবে ঘটনা সত্য নাকি মিথ্যা তাতো খোলাসা করেননি কেউ।
সত্যিই কি সম্পর্কে চিড় ধরেছে কিনা সেই বিষয়টি নিয়ে মাঠে নামলেন দীপিকা পাড়ুকোন। বিচ্ছেদের গুঞ্জনে সরাসরি কোনো মন্তব্য না করলেও তারা যে ভালো আছেন তা আকারে-ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিলেন দীপিকা। তিনি বলেন, এক সপ্তাহের জন্য একটি মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিল আমার স্বামী। সদ্য বাড়ি ফিরেছে। আমাকে দেখে সে খুশি। নায়িকার এমন মন্তব্যেই সবাই বুঝতে পেরেছেন, এই তারকা দম্পতির সম্পর্ক এখনও অটুট।