নাসিম রুমি: বছরের শেষ দিনে বোমা ফাটিয়েছিলেন পরীমনি। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আভাস দিয়েছিলেন, রাজের সঙ্গে তার সংসার ভেঙে যাচ্ছে। শনিবার তিনি গণমাধ্যমে জানান, খুব শিগগিরই রাজকে ডিভোর্স লেটার পাঠাবেন।
এক সন্তানের জনক-জননী রাজ-পরীর সংসার ভাঙনের খবরে শোবিজে নেমেছিল বিষাদ। অনেকেই এই দুই তারকাকে একসাথে থেকে যাওয়ার অনুরোধ জানিয়ে শুভেচ্ছা দিয়েছেন।
অবশেষে সেই অনুরোধেই যেন সাড়া দিলেন রাজ-পরী। নিজেদের মান-অভিমান ভুলে আবারও এক হয়েছেন তারা৷ বর্তমানে পরীর সঙ্গেই রয়েছেন রাজ। নতুন বছর শুরুর মহূর্তে এই সুখবর নিশ্চিত করলেন পরীমনি নিজেই।
বর্তমান পরিস্থিতি জানতে যোগাযোগ করা হলে পরী বলেন, ‘আমরা একসাথেই রয়েছি। বসুন্ধরাতে আমাদের বাসায় আছি।’
তবে কি মান অভিমান ভুলে আবার এক হলেন জানতে চাইলে এ নায়িকা বলেন, ‘এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’
এর আগে শুক্রবার দিবাগত রাতে পরীমনি ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’
এরপরই শুরু হয় রাজ-পরীর সংসার ভাঙা নিয়ে শোরগোল। অবশ্য বর্তমানে সব ঝামেলা আর ভুল বোঝাবুঝি মেরামত করে নিয়েছেন এই দম্পতি। পুত্র রাজ্যকে নিয়ে সুখের সংসার চালিয়ে যাবেন তারা।