নাসিম রুমি: নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সোমবার বিকেলে তিনি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ডলি সায়ন্তনী মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। পাবনা-২ আসনে দলটির হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান এই সংগীতশিল্পী।
বিএনএমে যোগ দেওয়া প্রসঙ্গে ডলি সায়ন্তনী সংবাদমাধ্যমকে বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।’
এদিকে, ডলি সায়ন্তনী ছাড়াও বিএনএমে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অনেকে। দলটির পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিএনপি ও জাতীয় পার্টির সাবেক পাঁচজন এমপি বিএনএমে যোগ দিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।