এখানেই ইন্দ্রানী তথা খল নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বর্ণকমলকে। তিনি মাঝে দীর্ঘদিন বিরতি নিয়েছিলেন মেয়ে হওয়ার পর। আগে তিনি বড় পর্দায়ও কাজ করেছেন। এখন তিনি ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে ফিরে এসেছেন।
পাঁচ বছরের বিরতি কাটিয়ে এসে অভিনেত্রী জানালেন নিজের জীবনের কথা। পর্দায় তিনি পাখিকে কষ্ট দিলেও বাস্তবে কিন্তু তাঁকে শ্বশুরবাড়িতে সেই একই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় বলেই জানান।
অভিনেত্রী আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘আমি কোনো শট দেওয়ার পর ওকে বারবার জিজ্ঞেস করতে থাকি- কোনো আঘাত দিলাম না তো? খুব কষ্ট পেলে না তো? আসলে জানেন তো আমি পর্দায় যেটা করি বাস্তবে ঠিক তেমন কষ্টই আমি পেয়েছি। শ্বশুরবাড়িতে আমার ওপর ঠিক একই অত্যাচার করা হতো।
আমি তখন একটার পর একটা সিনেমা করছি। তখনই কিছু না বুঝেই ভালোবেসে বিয়ে করি। বুঝিনি যে এমনটা হবে আমার সঙ্গে। ইন্দ্রানীর চরিত্রে আমায় যা যা করতে হয়, বাস্তবে আমার সঙ্গে ঠিক তাই তাই হয়েছে। আলাদা ছিলাম আমরা। তবে আপাতত আমি মেয়ে আর স্বামীকে নিয়ে সুখেই আছি। আমার স্বামী এখন ভুল বুঝেছে।’