চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক গত রবিবার প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ রবিবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আকবর হোসেন পাঠান ফারুক নিজেই। ফারুক বলেন, ‘জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। চিকিৎসকরা শুরুতে ভেবেছিলেন আমার করোনা হতে পারে। কিন্তু দুইবার পরীক্ষা করার পর করোনা নেগেটিভ আসে।’
তিনি আরো বলেন, বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে, তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। সবার কাছে আমার জন্য দোয়া চাই। এর আগে গত রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন ফারুক। প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। তবে এখন আর অভিনয় দেখা যায় না তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন