প্রেমিক ডাল্টন গোমেজের সাথে জনপ্রিয় মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্ডে বাগদানের ঘোষণা দিয়েছেন। ডাল্টন গোমেজ পেশায় রিয়েল এস্টেট এজেন্ট।
প্রেমিকের সঙ্গে আরিয়ানা এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতেই আছেন। গতকাল সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার বাগদানের খবরটি দিয়েছেন আরিয়ানা। এর একটি ছবিতে মুক্ত ও হীরা বসানো আঙটি দেখা গেছে আরিয়ানার বাম হাতে। আরিয়ানা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন ‘ফরএভার অ্যান্ড দেন সাম’।
আরিয়ানা এর আগে এসএনএল স্টার পেট ডেভিনসনের সঙ্গে বাগদান করেছিলেন। কিন্তু ২০১৮ সালের অক্টোবরে তারা সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। গত জুনে ডাল্টনের সঙ্গে সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন আরিয়ানা।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন