ঐতিহাসিক গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘ঈশা খাঁ’ মুক্তি পাচ্ছে ৩০ সেপ্টেম্বর। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইলিয়াস কাঞ্চন।
কারণ এ ধরনের ঐতিহাসিক চরিত্র নির্ভর সিনেমা খুবই পছন্দ শিল্পী সমিতির সভাপতির। অথচ বাংলাদেশে এ ধরনের সিনেমা সেভাবে তৈরি হচ্ছে না।
সেই প্রসঙ্গ তুলে ইলিয়াস কাঞ্চন বললেন, ‘আমি নিয়মিতই ’কুরুলুস ওসমান’, ’সুলতান সুলেমান’সহ বেশ কয়েকটি টার্কিশ সিরিয়াল দেখি। দু-একটি এখন বন্ধ। না দেখতে পেরে আমার খারাপ লাগে। আমি মনে করি, বাংলার ঐতিহ্য, বাংলার বীরত্ব নিয়ে সিনেমা তৈরি হলে মানুষ তা দেখবে। বিষয়টি নিয়ে আমার মতো অনেকেরই আগ্রহ আছে।’
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ঈশা খাঁ’ ছবির ট্রেলার ও গানের উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত তারকা।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম, এ ধরনের ঐতিহাসিক গল্প নিয়ে নিজেই সিনেমা করব বা এমন গল্পের কোনো সিনেমায় অভিনয় করব। কিন্তু তার আগেই ডি এ তায়েব এ ধরনের ছবি বানালেন। তিনি আমার আগেই বানিয়ে ফেললেন। আমার তো হিংসাই হচ্ছে।’
‘ঈশা খাঁ’ সিনেমার নির্মাতা ডি এ তায়েব। কেন্দ্রীয় চরিত্রেও তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মুঘল আমলে বাংলার বারো ভুঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তাকে নিয়ে এ সিনেমা নির্মিত।
সিনেমায় আরও অভিনয় করেছেন অমিত হাসান, ডন, আনহা তামান্না প্রমুখ।