উর্দু-পাঞ্জাবি ভাষার গান ‘পাসুরি’ প্রকাশিত হয় গত ফেব্রুয়ারিতে। প্রকাশের পর খুবই দ্রুতই ট্রেন্ডিংয়ে উঠে আসে গানটি। গানটি গেয়েছেন আলি শেঠি ও শাহ গিল। স্পটিফাই গ্লোবাল ভাইরাল ৫০ এর তালিকায় তৃতীয় স্থান দখল করেছিল গানটি। আজ সোমবার সকাল এ পর্যন্ত শুধু কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি শোনা হয়েছে ৩ কোটি ৬১ লাখের বেশি বার।
কোক স্টুডিওর ১৪তম মৌসুমে প্রকাশ হওয়া গানটি এবার কাভার করেছেন বাংলাদেশি কণ্ঠশিল্পী জেফার। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে জেফার লিখেছেন, ‘পাসুরির আরেকটি কাভার। যা গেয়েছি তার এক শব্দও আমি বুঝতে পারিনি।’
জেফার জানান, ‘আমি তো সবসময় ইংরেজি ও বাংলা গান গাই। পাসুরি গানটি শোনার পর তেমন কিছু মনে হয়নি। কিন্তু কয়েকদিন পর ফের শোনার পর মনে হলো, এটা কাভার করা যেতে পারে। পরে একরাতের প্রস্তুতিতে কাভার করে ফেললাম। এরপর করলাম ভিডিওশুট।’