বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়িকা রোজিনা। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার তিনি ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মানবজমিনকে জানিয়েছেন রোজিনা। তিনি বলেন, আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে গতকাল সমিতিতে যাই।
তবে কাউকে না পেয়ে পরে সমতিতে ই-মেইল করে পদত্যাগপত্র পাঠাই। এবারের ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরী কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হোন।
জায়েদের জন্য পদত্যাগ করে মুর্খতার পরিচয় দিছেন,, পুরাই মুর্খ
কামডা ভালো করে নাই। মনে হচ্ছে শিল্পী সমিতি কঠিন ভাবে বিভক্ত হলো।
এখানে নোংরা রাজনৈতিক ব্যাপার হইয়ে গেছে।
শেয পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতিকে বর্তমানের নোঙ্গরা রাজনীতি মুক্ত করতে পারলেন না,
তাহলে নির্বাচনে অংশ নেওয়ার কি দরকার ছিলো??
Sad news. Rozina is senior artist. Her decision may be wrongly for BFDC.
কামডা ভালা করলো না। সবাই একসাথে না থেকে কঠিন ভাবে বিভক্ত হইয়ে গেল।
ছি! ছি! পদত্যাগই যখন করবেন, নির্বাচন করার কি দরকার? কবে নায়িক ছিলেন, এখন জায়েদ এর মত আগাছাকে জয়ী করার জন্য নির্বাচন করছেন। ছি, ছি…..
এফডিসিতে ও নোংরা রাজনীতি চলছে