নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়ে গান করলেন সাব্বির ও মিমি। ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির জামান ও বিশ্বভারতী থেকে সংগীতে মাস্টার্স ডিগ্রীধারী শাফিকা নাসরীন মিমি এই প্রথম একসঙ্গে কোন গানে কণ্ঠ দিলেন।
‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’ শিরোনামে এই গানটি লিখেছেন পরীক্ষিৎ চৌধূরী। সুর করেছেন রিপন চৌধূরী। সংগীতায়োজনে সজীব দাশ।
‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’ গানটির মূল থিম হলো, মানুষে মানুষে ভেদাভেদ, সকল ধরনের ভীতি ও পুরানো ক্ষত দূর করে মানুষের হৃদয়ে শুদ্ধতার উদয় হোক। রাজধানীর আশেপাশের মনোরম লোকেশনে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও।
বৈশাখের প্রথম দিন থেকে বেশ কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে গানটি প্রচার হবার কথা রয়েছে।
গীতিকার পরীক্ষিৎ চৌধুরী বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত হলেও একসময় তিনি তুখোর বিনোদন সাংবাদিক ছিলেন। গান লিখেন দীর্ঘদিন থেকে। তখন সমমনা কয়েকজন মিলে একটি ব্যান্ড দলও গড়ে তুলেছিলেন। জীবনের বাস্তবতায় সে পথে আর এগোনো হয়নি। কিন্তু গান লেখালেখি চালিয়ে গেছেন নীরবে নিভৃতে। আর সে ধারাবাহিকতাতেই এই বৈশাখে পরীক্ষিতের গান ‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’।