অবশেষে তাপসী পান্নু অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘সাবাশ মিঠু’র ট্রেলার প্রকাশ পেয়েছে। এ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোমবার (২০ জুন) এই ছবির ট্রেলার এলো। সেখানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের চরিত্রে চমক দেখিয়েছেন তাপসী।
মিতালি রাজের ছোটবেলা থেকে তার ক্রিকেট প্রীতি, ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া, তারপর প্রতিবন্ধকতা ও সংগ্রামের গল্প উঠে এসেছে ২ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেলারে। নেটিজেনরাও ভূয়সী প্রশংসা করছেন।
নিজের বায়োপিকের ট্রেলার দেখে আপ্লুত মিতালি রাজ। ট্রেলার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এক খেলা, এক দেশ, এক লক্ষ্য, আমার স্বপ্ন! নিজের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে, পুরো টিমের কাছে কৃতজ্ঞ।’
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মমতাজ সরকার, বিজয় রাজ, ব্রিজেন্দ্র কালা প্রমুখ। জানা গেছে আগামী ১৫ জুলাই ‘সাবাশ মিঠু’ সিনেমাটি মুক্তি পাবে।