‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে জোয়া চরিত্রে নজর কেড়েছিলেন ক্যাটরিনা কাইফ। ছবিতে সালমান খানের পাশাপাশি প্রচুর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে ক্যাটরিনাকে। বর্ষাকেও এমন অ্যাকশন দৃশ্যে ভালো লাগবে বলে মনে করেন ঢালিউড অভিনেতা অনন্ত জলিল।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। সেখানে তিনি তার পরবর্তী ছবি ‘কিল হিম’ ছবির প্রস্তুতি নিয়ে কথা বলেন। অনন্ত বলেন, ‘অ্যাকশন সুপারস্টার রুবেলের সঙ্গে অভিনয় করবো। তার জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখছি। আমি আগে থেকেই মার্শাল আর্ট শিখতাম। রুবেল ভাই মার্শাল আর্টে ওস্তাদ। তার মতো অভিনেতার সঙ্গে অভিনয় করবো। তাই আলাদা করে প্রস্তুতি নিচ্ছি’।
অনুষ্ঠানে স্ত্রী বর্ষাকে নিয়েও কথা বলেন অনন্ত। বর্ষার বেশিরভাগ ছবির নায়ক অনন্ত জলিল। অনুষ্ঠানে অনন্ত জানান, ‘গল্পেতে যদি অ্যাকশন থাকে, বর্ষাও ক্যাটরিনার মতো অ্যাকশন করলো। ‘টাইগার জিন্দা হ্যায়’তে ক্যাটরিনা অনেক সুন্দর অ্যাকশন করেছে। বর্ষার হাইট-ফিগার সবই ঠিক আছে। বর্ষা অ্যারোবিকস, জুম্বা, যোগব্যায়াম, শরীরচর্চা সেরকমভাবে করে। বর্ষা অ্যাকশন করলে ভালোই লাগবে’।