ওমিক্রন আতঙ্কে ফের বন্ধ করা হলো দিল্লির সব সিনেমা হল ও জিম। ভারতে ওমিক্রন আতঙ্ক বাড়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আশার আলো দেখে ভারতের বিনোদন জগৎ। দর্শকরাও হলে ভিড় জমাচ্ছিলো। হাসির রেখা ফুটেছিলো নির্মাতা, ডিসট্রিবিউটর ও হল মালিকদের মুখেও। এই পরিস্থিতিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে আবার সব বন্ধ করা হলো।
শুধু সিনেমা হলই নয় উদ্বেগজনক এই পরিস্থিতি জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লিতে স্কুল, কলেজও সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ হাজিরা নিয়ে চলবে অফিস। রাত ১০ টার মধ্যে বন্ধ করে দিতে হবে রেস্তোরাঁ, পানশালা। শপিংমল, দোকান খোলা যাবে জোড়-বিজোড় হিসেবে। একটি দোকান খোলার পরের দিন তার পাশের দোকান খুলবে।
মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, শীঘ্রই এ বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হবে।
সোমবার দিল্লিতে সংক্রমণের সংখ্যা ছিল গত ছ’মাসের মধ্যে সর্বোচ্চ। একদিনে ৩৩১ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এরপরই তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।