English

17 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

বনির সঙ্গে আমার কোনোকালেই প্রেম ছিল না: ঋত্বিকা সেন

- Advertisements -

শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋত্বিকা সেন। এরপর নায়িকা হিসেবে পর্দায় আবির্ভাব ঘটে তার। একে একে দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা। নিজের অভিনয়গুণ ও রূপ দেখিয়ে খুব অল্প সময়েই দর্শকদের জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী।

তবে স্বল্প ক্যারিয়ারে বিতর্কও পিছু নিয়েছিল অভিনেত্রীর। অভিনেতা বনির সঙ্গে প্রেমের গুঞ্জনে বেশ আলোচিতে ছিলেন ঋত্বিকা। তবে এসব শুধুই মিথ্যা গুঞ্জন, এমনটাই জানালেন এই ঋত্বিকা।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, সমসাময়িক কাজ নিয়ে কথা বলেন ঋত্বিকা।সেখানেই উঠে আসে বনির প্রসঙ্গ। অভিনেত্রীর স্পষ্ট জবাব, এসব শুধুই গুঞ্জন। বনির সঙ্গে কোনোকালেই সম্পর্ক ছিল না তার!

সাক্ষাৎকারে বনির প্রসঙ্গ উঠতেই ঋত্বিকা বলেন, ‘বলতে পারেন, তবে আমি এ বিষয়ে খুব একটা কথা বলতে চাই না। আমি বনির সঙ্গে ছবি করব না বলে ঠিক করেছি।বাড়িতেও বাবা-মায়ের সঙ্গে এই নিয়েও কথা বলেছি। তারাও সহমত।’

বনির সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বনির সঙ্গে কোনওদিনই কিন্তু গাঢ় বন্ধুত্ব ছিল না। কাজসূত্রে যা হয়ে থাকে, তাই।’

বনির সঙ্গে সম্পর্কে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি।
দুজনের সম্পর্কে তৃতীয় বক্তি হিসেবে নাম এসেছিল ঋত্বিকার। এ নিয়ে তোলপাড় কম হয়নি। বনির সঙ্গে আসলেই প্রেম ছিল কিনা এমন প্রশ্নে ঋত্বিকা বলেন, ‘বনির সঙ্গে আমার কোনওকালেই প্রেম ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয়, যে কারও নাম নিয়ে কোনও সাক্ষাৎকারে উল্টোপাল্টা বলব। কিন্তু অনেকে বলে। অতীতে বলেওছে। আমি দেখেছি। খারাপ লেগেছে। ভাল হল, যে আপনি প্রশ্ন করলেন। বহুদিন ধরে, মিথ্যে আমি দেখে আসছি। আগে কোনওদিন কিচ্ছু বলিনি। কিন্তু এবার বলতে হতো। দুটো জিনিস বলতে চাই, বনি কোনওদিন আমার প্রেমিক ছিল না। আমি আর ওর সঙ্গে কোনও দিন ছবি করব না।’
সামনে ঋত্বিকা সেনকে দেখা যাবে আতিউল ইসলামের পরিচালনায় টানটান রহসের সিনেমা ‘মহরৎ’-এ। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ প্রমুখ।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন