English

18 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

বদলে যাচ্ছে মান্নাত, কত কোটি খরচ হবে শাহরুখের?

- Advertisements -

নাসিম রুমি: ২০০১ সালে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় সমুদ্রমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান, যেটি কিং খানের মান্নাত বলে পরিচিত। কেনার পর থেকেই একটু একটু করে মান্নাত কে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী। তবে বাইরে থেকে কোনোরকম হলেও মান্নাতের অন্দরের সাজসজ্জা অত্যন্ত বিলাসবহুল।

মূলত মান্নাত মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে, সে কারণে বাইরের দিক থেকে রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা-পত্নী। ফলে এবার শাহরুখের মান্নাতে আসতে চলেছে বড়সড় বদল।

২৭ হাজার বর্গফুট জায়গার ওপর অবস্থিত মান্নাত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। মান্নাতের আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি রুপি। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস। এগুলি সবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের প্রথম সারিতে।

এরপর শাহরুখের ইচ্ছায় পরবর্তীতে গৌরী এর ভেতরেই তৈরি করেছিলেন একটি সিনেমা হল। একসঙ্গে ৪২ জন দর্শক বসে ছবি দেখতে পারবেন সে প্রেক্ষাগৃহে। তার প্রবেশদ্বার সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলি হল ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মুঘল-এ-আজম’। এছাড়াও একাধিক শয়নকক্ষ, বাগান, ব্যক্তিগত কোয়ার্টার ছিল এখানে।

এবার যুক্ত হতে চলেছে আরও দু’টি তলা, অর্থাৎ তাদের ছয়তলা বাড়িটি এবার আটতলা হতে চলেছে। যা তৈরি করতে খরচ হবে প্রায় ৪০ কোটি রুপি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন