‘ধাকাড়’ ছবিটি নিয়ে কঙ্গনা রানাউতের প্রত্যাশা ছিল অনেক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু মুক্তির অষ্টম দিনে ছবিটি আয় করেছে ৪ হাজার ৪২০ রুপি।
মুক্তির সপ্তাহ না পেরোতেই অনেক প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নামিয়ে ফেলা হয়েছে। কিছু হলে চললেও দর্শক নেই। ভারতে গতকাল শুক্রবার ছবিটি দেখেছে মাত্র ২০ জন দর্শক।
জানা গেছে, ‘ধাকাড়’ ছবিটির বাজেট ১০০ কোটি রুপি। এতে খলনায়কের ভূমিকায় আছেন অর্জুন রামপাল। পার্শ্বচরিত্রে আছেন দিব্যা দত্তা ও স্বস্তিকা চ্যাটার্জি। ছবিটির আয় তিন কোটি রুপিরও কম হবে বলে ধারণা করা হচ্ছে।