যাত্রাপালার গল্পের তুমুল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক- বকুলপুর সিজন- ২ ‘ এর ৬০০ তম পর্ব প্রচার হবে ১ জানুয়ারি রাত ৮ টায় দীপ্ত টিভির পর্দায়। কায়সার আহমেদের পরিচালনায়, আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এবং আশিক বন্ধু’র লেখা টাইটেল গানে সপ্তাহে তিনদিন প্রচার হচ্ছে।
বকুলপুর ” নাটকের নির্মাণের দীর্ঘ ছয় বছরের যাত্রায় ৬০০ পর্ব পদার্পনের এই মুহূর্তটা দারুণ আনন্দের বলে জানান নির্মাতা ও কলাকুশলীরা। পরিচালক কায়সার আহমেদ বলেন- দীর্ঘ বছর একটা নাটক নিয়ে এগিয়ে যাওয়া কম পরিশ্রমের কথা নয়। একটানা কাজ করে প্রতিটি পর্ব ধারন করে মাসে কমপক্ষে ১৫ দিন শূটিং করেছি। দর্শকদের ভালবাসায় বকুলপুর সিজন- ২ আজ ৬০০ তম পর্ব উদযাপন হতে যাচ্ছে।
কৃতজ্ঞতা মিডিয়া, দর্শক, কলাকুশলী সবার কাছে। স্বপ্নীল প্রোডাকশনের প্রযোজনায় -বকুলপুর” নাটকের অভিনয়শিল্পীরা হলেন- নাদিয়া আহমেদ, আজিজুল হাকিম, সুজাতা আজিম, শ্যামল মওলা, ফারজানা ছবি, আ.খ.ম হাসান, আরফান আহমেদ, স্বর্ণলতা, আহসানুল হক মিনু, ওয়ালিউল হক রুমি, আনিসুর রহমান মিলন, ওবিদ রেহান, টুটুল চৌধুরী, তাহমিনা মৌ, শামীমা তুষ্টি, আইরিন আফরোজ, এমিলা হক, সন্জয় রাজ, তানভীর মাসুদ সহ অনেকে।
বকুলপুর ” ধারাবাহিক নাটকের জনপ্রিয় টাইটেল গান -আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি ” গানটি লিখেছেন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। ইমন সাহার সুর সংগীতে গানটি গেয়েছেন কোনাল। বকুলপুর” এর শুরুটা যেমন জমজমাট ছিল, তার রেশ এখনো আছে, তাই বকুলপুর সিজন- ২ এর ৬০০ তম বিশেষ চমক থাকছে।