নাসিম রুমি: প্রতিটি শিশু যেমন দুষ্টামি করে, ঠিক তেমনই দুষ্টামি করতেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। দুষ্টামির জন্য একবার তাকে ফ্রিজে আটকে রাখা হয়েছিল। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-এ অমিতাভ বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন।
৯ফেব্রুয়ারি থেকে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-এ জুনিয়র সপ্তাহ শুরু হয়েছে। সেখানেই শো চলাকালীন সময় অমিতাভ বচ্চন প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় জানান, কীভাবে তিনি ফ্রিজের ভিতরে আটকে পড়েছিলেন।
অমিতাভ বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, তখন সেভাবে বাড়িতে বাড়িতে ফ্রিজ ছিল না। শুধু একটা পাখা ছিল বাড়িতে। সেই পাখা দেখেই অবাক হতাম। এসির মতো সুযোগ-সুবিধা ছিল ভাবনারও অতীত।’
তার কথায়, ‘একদিন ভাবলাম যদি টেবিল ফ্যানের সামনে এক টুকরো বরফ রেখে এরপর ফ্যান চালানো হয় তা লে ঠান্ডা বাতাস গায়ে লাগবে।’
কিংবদন্তী অভিনেতার ভাষ্য, ‘তার কয়েক বছর পর বাড়িতে একটি বড় ফ্রিজ নিয়ে আসা হয়। যখনই খুলতাম, খুব ঠান্ডা লাগত। আমি ছোট ছিলাম। একদিন ফ্রিজের ভিতরে ঢুকেছিলাম বিষয়টা দেখার জন্য।’
শেষে বলেন, ‘কাউকে কিছু না বলে যেই ঢুকলাম, বাইরে থেকে কেউ একটা দরজা বন্ধ করে দিয়েছিলেন। আমি চিৎকার করে উঠি। তারপর অনেক কষ্টে যদিও বা বাইরে বেরিয়ে আসতে পেরেছিলাম, ভীষণ মার খেয়েছিলাম।’