মিয়া খলিফা, একজন সুপরিচিত পর্ন তারকা। তবে বর্তমানে এই কাজের সঙ্গে যুক্ত নন লেবানন বংশোদ্ভূত এই তারকা। পর্ন কাজে যুক্ত না থাকলেও গণমাধ্যমে তাকে নিয়ে প্রায়ই নানা ধরনের খবর ওঠে আসে। এবার জীবিত মিয়া খলিফার ‘মৃত্যু’র খবর দিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
মিয়া খলিফাকে হঠাৎই মৃত দেখাচ্ছে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে এর প্রতিবাদ করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মিয়া খলিফা জানিয়েছেন, এখনও বেঁচে আছেন তিনি।
রবিবার মিয়া খলিফাকে ফেসবুক মৃত দেখালে সে দিনই টুইট করেন তিনি। তবে, বুধবার প্রতিবেদন লেখা পর্যন্ত একই অবস্থা দেখা যায় মিয়া খলিফার ফেসবুক পাতায়।
ফেসবুক যেভাবে ‘রিমেম্বারিং’ দেখাচ্ছে- তা সাধারণত কেউ মারা গেলে দেখানো হয়ে থাকে।
মিয়া খলিফার পেজে ফেসবুক লিখেছে, “যারা মিয়াকে ভালবাসতেন তারা এই প্রোফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা পাবেন এবং মিয়াকে স্মৃতিতে মনে রাখবেন।”
অভিনেত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রায় ৪২ লাখ অনুরাগী তাকে ফলো করেন।
টুইটারে মিয়া যে মিম শেয়ার করেছেন, তাতে লেখা- “আমি এখনও বেঁচে আছি। সুস্থ আছি।”
তবে, মিয়ার ফেসবুক পেজে ঠিক কী হয়েছিল, তা এখনও জানা যায়নি। হালের অনেক খ্যাতনামা ব্যক্তির অ্যাকাউন্টেই সম্প্রতি এমনটা হতে দেখা গেছে।