গত কয়েক মাস আগেই শেষ হয়েছে কৌন বানেগা ক্রোড়পতি সর্বশেষ সিজন। এবার শুরু হতে চলেছে নতুন সিজন। সোনি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তা থেকে জানা গেছে- খুব শিগগিরই শুরু হচ্ছে কৌন বানেগা ক্রোড়পতির আগামী সিজন।
গত কয়েক মাস আগেই শেষ হয়েছে কৌন বানেগা ক্রোড়পতি সর্বশেষ সিজন। এবার শুরু হতে চলেছে নতুন সিজন। সোনি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তা থেকে জানা গেছে- খুব শিগগিরই শুরু হচ্ছে কৌন বানেগা ক্রোড়পতির আগামী সিজন।
ভিডিওতে দেখা যাচ্ছে, পেটের ব্যথায় কাবু অমিতাভ। ডাক্তার এসে চিকিৎসা করতে চাইলে অমিতাভ বলেন, ‘আমি উলটোপালটা কিছু খাইনি বরং একটা কথা বলতে পারছি না বলে পেটে ব্যথা করছে।’
ডাক্তার জিজ্ঞাসা করায় অভিনেতা প্রথমে কিছু বলতে যান, কিন্তু তারপরে আবার চুপ করে যান।
অমিতাভ কিছু বলছেন না দেখে ডাক্তার রাগ করেন, তখন তিনি বলেন, ‘আচ্ছা ঠিক আছে ছোট ছোট করে বলছি। ১৪ এপ্রিল ঠিক রাত ৯টা থেকে শুরু হতে চলেছে রেজিস্ট্রেশন। আসতে চলেছে কৌন বানেগা ক্রোড়পতি। প্রশ্নের উত্তর দিলেই পাওয়া যাবে হট সিটে বসার সুযোগ।’
ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘তৈরি হয়ে যান, ১৪ এপ্রিল থেকে হট সিটে বসার জন্য। রেজিস্টেশন করুন, সঠিক উত্তর দিন এবং চলে আসুন অনুষ্ঠানে।’
সোনি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে পোস্ট করা এই ভিডিও দেখে স্পষ্ট হয়ে যায়, কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানের আগামী পর্বেও দেখা যাবে অমিতাভকে। অমিতাভের কর্ম বিরতি নেওয়ার ঘোষণা নেহাতই ছিল গুজব, এই বছরেও তাকে দেখা যাবে অনুষ্ঠানের সঞ্চালনা করতে।
তবে শুধু এই অনুষ্ঠানের জন্য, অভিনেতা তার আগামী প্রজেক্ট কল্কি সিনেমার দ্বিতীয় পর্বের জন্যও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন। বোঝাই যাচ্ছে, শারীরিক অসুস্থতার জন্য তিনি সাময়িকভাবে বিরতি নেওয়ার কথা ভাবলেও কাজ থেকে কিছুতেই দূরে থাকতে পারবেন না তিনি।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়