ফের মা হলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। স্কারলেট-কলিন জোস্টের এটি প্রথম সন্তান। অন্যতদিকে স্কারলেটের স্বামী কলিন জোস্ট বুধবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন। এতে তিনি লিখেছেন, আমাদের ঘর আলো করে একটি সন্তান এসেছে। নাম রেখেছি কসমো। আমরা ওকে ভীষণ ভালোবাসি।
তিন বছর প্রেম করার পর গত বছরের অক্টোবরে ‘স্যাটারডে নাইট লাইভ’খ্যাত কলিন জোস্টকে বিয়ে করেন স্কারলেট জোহানসন। লেখক-কমেডিয়ান কলিন জোস্টের এটি প্রথম বিয়ে। অন্যদিকে, স্কারলেটের তৃতীয়।
এর আগে অভিনেতা রায়ান রেনল্ডস ও ফরাসি ব্যবসায়ী রোমেইন ডাউরিয়াককে বিয়ে করেছিলেন স্কারলেট জোহানসন। এর মধ্যে রোমেইনের সঙ্গে দাম্পত্য জীবনে এই অভিনেত্রীর একটি কন্যাাসন্তান রয়েছে।