ফের মা হতে যাচ্ছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার সকালে সুখবর শেয়ার করলেন এই অভিনেত্রী নিজেই।
কোয়েলের এই সুখবরে শুভেচ্ছা জানিয়েছেন বহু তারকা থেকে শুরু করে সাধারণ অনুরাগীরাও।
কোয়েল এদিন সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গেল স্বামী প্রযোজক নিশপাল সিং ও ছেলে কবীরকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী।
কোয়েল লিখলেন, ‘সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শিগগিরই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।’
উল্লেখ্য, প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিসপাল। পরে ২০২০ সালে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে পুত্রসন্তান কবীর।