English

17 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

ফের পেছাল ‘কাজল রেখা’, এবার মুক্তি বৈশাখে

- Advertisements -

বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষনা করে পিছিয়েছে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজল রেখা’। সর্বশেষ আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা ছিল। নতুন খবর হচ্ছে সিনেমাটি ৯ ফেব্রুয়ারিতে নয়-ই এই ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে না। নতুন মুক্তির তারিখ জানিয়ে সেলিম জানান, সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে।

মৈমনসিংহ গীতিকার কাজল রেখা অবলম্বনে এটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন,‘বাঙালীর চিরায়ত  ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজল রেখা’। এ কারনে আমরা এটি বৈশাখে মুক্তি দিতে চাচ্ছি।

তাছাড়া এর আগে ঈদও আছে। দুটোই বাঙালীর বড় উৎসব। সবদিক বিবেচনা করেই বৈশাখে এর মুক্তির তারিখ চুড়ান্ত করেছি।

এটি অনুদানের সিনেমা, তাই অনুদান কমিটি আগে দেখবে, এরপর এটি সেন্সরে যাবে। আশা করছি, শিগগিরই এর সেন্সর মিলবে। ’

গত বছর শেষের দিকে ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’  গান দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারনা শুরু হয়। এর পর ঢাকা ও কলকাতার বিভিন্ন মাঠে প্রচার চালান সিনেমার মূল অভিনয়শিল্পীরা।

‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, অন্তরা মন্ডল ও হুমায়ারা ইশিকা। লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম।

গানটি প্রকাশের পর থেকেই ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন