সামান্থা রুথ প্রভু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় প্রথমবার আইটেম গানে কোমর দুলিয়েছেন। সেই গান মুহূর্তেই আলোচনায় আসে। নতুন খবর হলো ফের আরেকটি আইটেম গানে দেখা যাবে সামান্থাকে।
গানটি ‘যশোদা’ সিনেমায় ব্যবহার করা হবে। হায়দরাবাদে দারুণভাবে একটি সেট নির্মাণ করে আইটেম গানটির দৃশ্য ধারণের কাজ করছেন নির্মাতারা। ‘যশোদা’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন সামান্থা।
আগামী ২২শে আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।