দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরতে চলেছেন টালিউড অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তরুণ নির্মাতা মৈনাক ভৌমিকের আগামী ছবির প্রধান মুখ তিনি। ওই ছবিতেই থাকছেন টলিউডের আরেক অভিনেত্রী মধুমিতা সরকার।
এই প্রথমবার ইন্দ্রাণী ও মৈনাক একসঙ্গে কাজ করবেন। মৈনাকের সিনেমা মানেই হালকা মেজাজের। ইন্দ্রাণী-মধুমিতা দুই প্রজন্মের অভিনেত্রী। দু’জনেই ক্যারিয়ার শুরু করেছেন ছোট পর্দা দিয়ে। ইন্দ্রাণী তার ক্যারিয়ারে ছোট-বড় দুই পর্দাতেই ব্যালান্স করে কাজ করেছেন।
সিনেমায় তার শেষ উল্লেখযোগ্য কাজ অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’। আগামী বছরের শুরুতে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা।