র্যাম্প শো চলছে, বেশকিছু মডেলও হাঁটছে। সেখান থেকেই ঋতাভরীর বাড়ির ছাদে চলে আসে ক্যামেরা, যেখানে শুকাতে দেওয়া রয়েছে বেশ কিছু কাপড়। তারপরের অংশে দেখা যায় আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সাংসারিক জীবন। স্ত্রী ঋতাভরীকে আদরে, ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন আবির, এত কিছু নিয়েই সম্প্রতি মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা ‘ফাটাফাটি’র একটি রোমান্টিক গান ‘জানি অকারণ’।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী অভিনীত ‘ফাটাফাটি’ ছবির গানটি গেয়েছেন অন্তরা মিত্র ও ঈশান মিত্র। গানটি লিখেছেন ঋতম সেন। উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে এটাই প্রথম কাজ অন্তরার।
এছাড়া আরও জানা যায়, এ ছবির টাইটেল ট্র্যাক তৈরি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের শিল্পী চমক হাসান।
প্রসঙ্গত উইন্ডোজের সঙ্গে এটাই অন্তরার প্রথম কাজ। এর আগে গানের টিজার মুক্তির পরপরই নজর কেড়েছিল সবার। এবার সামনে এল ছবির গান। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অমিত চট্টোপাধ্যায়।