প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটাবিশ্ব। ইতোমধ্যে এই ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছে ৩০ লাখ ৮৪ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন শনাক্ত ও প্রাণহানির সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে।
এই রকম পরিস্থিতিতে অভিনেত্রী, প্রযোজক ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা চাইলেন কড়া লকডাউন। তিনি মনে করেন, এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। প্রয়োজনে কারফিউয়ের পক্ষে তিনি।
নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি লিখেছেন, লকডাউন আরও জোরালোভাবে কার্যকর করা উচিত। আমরা এখনো মহামারির ভয়াবহতার মুখোমুখি হইনি, কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ জীবন আগে।