English

31 C
Dhaka
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
- Advertisement -

প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!

- Advertisements -

নাসিম রুমি: হলিউড প্রবাসী বলিউড নায়িকা প্রিয়াঙ্কার সঙ্গে জরুরি বৈঠক করেছেন হৃতিক রোশন। এসময় মাঝে ছিলেন প্রিয়াঙ্কা-পতি নিক জোনাস আর হৃতিক-প্রেমিকা সাবা আজাদও। তাদের এই পারিবারিক বৈঠক নিয়ে জল্পনা-কল্পনার যেন কমতি নেই। কেউ বলছেন, এটা নিখাদ পারিবারিক নিমন্ত্রণ। কেউ বলছেন, নির্মাতা-নায়িকার জরুরি বৈঠক!

তবে বেশিরভাগ ভক্তই অনুমান করছিলেন, পরিচালক হৃতিকের প্রথম সিনেমায় সম্ভবত দেখা যাবে প্রিয়াঙ্কাকে! কারণ, ছবিটির নাম ‘কৃশ’। যে ছবির মাধ্যমে আগেও তারা জুটি বেঁধেছেন। এই সিরিজের ৪ নম্বর সিনেমার মাধ্যমে হৃতিক হাজির হচ্ছেন পরিচালক হিসেবে। সে জন্যই প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের বৈঠকটি এতোটা গুরুত্ব-পেলো নেটিজেনদের কাছে।

সিনেমায় হৃতিকের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকমহলে বেশ কৌতূহল রয়েছে। সেটিই যেন উস্কে দিলো হৃতিক-প্রিয়াঙ্কার গোপন বৈঠক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এই সাক্ষাতের বিষয়ে মুখ খুলেছেন হৃতিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে হৃতিককে বলতে শোনা যাচ্ছে, “আমি নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছিলাম। আমরা নিকের ব্রডওয়ে শো দেখছিলাম, যা দুর্দান্ত। তিনি অসাধারণ পারফর্ম করেছেন। অনুষ্ঠানটির নাম নাম ‘দ্য লাস্ট ফাইভ ইয়ারস’।”

হৃতিক নিজেও একটি ছবি পোস্ট করেছেন, যেখানে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের সঙ্গে হৃতিক ও তার প্রেমিকা সাবা আজাদকে দেখা যাচ্ছে। যদিও ‘কৃশ’-এ প্রিয়াঙ্কার নতুন সংযোগ প্রসঙ্গে একেবারেই এড়িয়ে গেছেন এই নবাগত নির্মাতা। বলা প্রয়োজন, ‘কৃশ’-এর আগের দু’টি সিরিজে হৃতিকের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। তবে ‘যাদু’তে তার বিপরীতে ছিলেন প্রীতি জিনতা। এবার এই ‘ত্রিরত্ন’ একসঙ্গে হবেন বলে জানা গেছে।

এও শোনা যাচ্ছে, হৃতিক এখানে একটি, দুটি নয়, তিনটি চরিত্রে অভিনয় করবেন- রোহিত (বাবা), কৃশ (সুপারহিরো) এবং খলনায়ক হিসেবে।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, ‘কৃশ ৪’ কিছু পরিচিত মুখ ফিরিয়ে আনছে। যেমন প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয় এবং কিংবদন্তি রেখাকে দেখা যাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন